এবারের ফাগুন ধরায় এসেছে যথাসময়ে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যেকোনো ফাগুনের মত সদ্য ফুটন্ত গোলাপের সুঘ্রাণ, আমের মুকুল কিংবা শিমুল-পলাশ-কৃষ্ণচূড়া নিয়ে নয়। এসেছে অস্ত্রের ঝনঝনানি আর পারমানবিক শক্তির অনুপ্রেরণা নিয়ে। এবার ইউক্রেনের ভালোবাসার কুটিরের দুয়ারে কড়া নেড়েছে দুদুর্ষ রুশ বাহিনী। রাশিয়ান বাহিনীর আগ্রাসী হামলায় ইউক্রেনের শত শত নাগরিক নিহত হয়েছে। রাজধানী কিয়েভসহ বেশ কিছু শহরের স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিনত হয়েছে। ইতিমধ্যেই উভয় দেশের প্রায় চার হাজার সৈন্য নিহত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। রাশিয়া-ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ নিরসনে পশ্চিমা দেশগুলো উল্লেখযোগ্য কোন উদ্যোগ নেয়নি বা নিতে পারেনি তা ইলেকট্রনিক বা প্রিন্ট যেকোনো মিডিয়ার দিকে তাকালেই বলা যায়। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা যুক্তরাষ্ট্রের। কিন্তু বিশ্বকে নতুন অভিজ্ঞতার সামনে দাড় করালো পারমানবিক ক্ষমতাধর পশ্চিমা দেশটি। যুদ্ধ বাঁধার আগে সামরিক এবং আর্থিক সহায়তা দেওয়ার কথা বললেও এখন সেই প্রতিশ্রুতির উল্টো চিত্র দেখছে ইউক্রেন। তবে একেবারেই ভূমিকা নেই বললে অন্যায় হবে। দায়িত্বের সাথে রাশিয়ার বিরুদ্ধে প্রভাবশালী অবরোধ আরোপ করেছেন। এটাই বা কম কিসে?
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এমন দায়িত্বশীল আচরণের প্রভাব রাশিয়ার উপর কতটুকু পড়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মন্তব্য পড়লে তা স্পষ্টতর হয়ে উঠে। তার চেয়ে বড় কথা হলো যুক্তরাষ্ট্র কেন এই সংকট নিরসনে বড় ভূমিকা রাখতে পারছে না কিংবা ন্যাটো কেন নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করছে সে বিষয়টি কিঞ্চিৎ অবগত হওয়া। কারণটা আবিষ্কার করা জটিল কিছু নয়। বলা যায় একজনের দেখানো পথে আরেকজন হেঁটে যাচ্ছে অবলীলায়। আরা স্পষ্ট ভাষায় বলতে গেলে বিষয়টি এমন দাড়ায় যে, যুক্তরাষ্ট্রে ধরে রাখা মাস্তুলের আলোয় কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ খুব সহজেই তরতর করে ইউক্রেনের বন্দরে পৌঁছেছে।
বেশিদিন আগের কথা নয়। ৯০ এর দশকের কথা। রাশিয়ান বলয়ে থাকা সমাজতান্ত্রিক দেশ যুগোস্লাভিয়া ভেঙে ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, মেসিডোনিয়া ও বসনিয়া গঠনের সময়। ১৯৪৭ সাল থেকে ১৯৮০ সালে মৃত্যুর আগ পর্যন্ত যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী ছিলেন সার্বিয়ান নেতা মার্শাল টিটো। তার মৃত্যুর পর সার্বিয়ান আরেক নেতা শাসন ক্ষমতায় আসেন। সার্বিয়ানরা সংখ্যাগরিষ্ঠ থাকায় এক পর্যায়ে তাদের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর নানান ধরণের অত্যাচারে অভিযোগ উঠে। তখন যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করে এবং যুগোস্লাভিয়ার বিরুদ্ধে আত্মনিয়ন্ত্রনের অভিযোগ আনে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল যুগোস্লাভিয়া তার নিয়ন্ত্রণে থাকা অন্যান্য অঞ্চলকে জোর জবরদস্তিমূলক ভাবে শাসন করছে, স্বাধীনতাকামী নাগরিকদের উপর অত্যাচার করছে এবং আত্মনিয়ন্ত্রের চেষ্টা করছে। যেই কথা সেই কাজ। যুগোস্লাভিয়া ভেঙে সার্বিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া এবং মন্টেনিগ্রো নামের ছয়টি রাষ্ট্রের জন্ম নিল। সে সময়কার বিয়ষটি নিয়ে অযৌক্তির যুক্তি দেখিয়ে ইউক্রেনের দুইটি স্বঘোষিত বিদ্রোহী অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে।
দ্বিতীয় গল্পটা হলো ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন। যুক্তরাষ্ট্রের দাবি, ইরাক ১৯৯১ সালের চুক্তি অমান্য করে বিধ্বংসী অস্ত্র নির্মাণ করছে এবং তাদের কাছে এ ধরনের অস্ত্রের মজুদও আছে। তখন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা জানিয়েছিল, ইরাক যুক্তরাষ্ট্র, এর জনগণ এবং মিত্র রাষ্ট্রগুলোর জন্য বড় ধরনের হুমকি। যদিও পরবর্তীতে আগ্রাসন শেষ হওয়ার পরে সেখানে কোন ধরনের গণবিধ্বংসী অস্ত্র খুঁজে পায়নি। তারা জানায়, ইরাক ১৯৯১ সালেই গণবিধ্বংসী অস্ত্র নির্মাণ ত্যাগ করেছে, ইরাকের উপর থেকে আন্তর্জাতিক অনুমোদন সরিয়ে নেয়ার আগ পর্যন্ত তাদের নতুন করে গণবিধ্বংসী অস্ত্র নির্মাণের কোন পরিকল্পনাও ছিল না। এখানে সেখানে ছড়িয়ে থাকা যা কিছু অস্ত্র পাওয়া গেছে আগেরগুলোরই ভগ্নাবশেষ। ইরাকের বিরুদ্ধে মার্কিন কর্মকতাদের আরো অভিযোগ হলো জঙ্গি গোষ্ঠী আল কায়েদাকে সাদ্দাম হোসেন সহযোগিতা করেছেন। একই কথা বলা যায় লিবিয়া যুদ্ধের ক্ষেত্রেও। লিবিয়ার ৪২ বছরের সেনাশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আমেরিকা সামরিক আগ্রাসন চালিয়ে তাকে গদিচ্যুত করল। বলা হচ্ছে মার্কিন মদদে সেসময় মধ্যপাচ্যে আরব বসন্ত নামে আরব দেশসমূহে ক্ষমতাসীন সেনাশাসকদের একের পর এক পতন ঘটে। এ কথাও বলা হচ্ছে, মার্কিনিরা আগে থেকেই গাদ্দাফিকে শত্রু মনে করত।
যুক্তরাষ্ট্র ও তাঁর ইউরোপীয় মিত্রদের দাবি, আরবদেশসমূহের ক্ষমতাসীন সেনাশাসকরা দেশের সাধারণ নাগরিকদের ব্যক্তিগত, রাজনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে এবং স্বৈরশাসন জারি করেছে। একই সাথে তারা এসকল দেশসমূহের বিরুদ্ধে পাশ্ববর্তী দেশসমূহের জন্য হুমকিসরূপ অস্ত্র বানাচ্ছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তাই এসব দেশের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া জরুরি। যুক্তরাষ্ট্র, ন্যাটো ও তার ইউরোপীয় মিত্ররা এই সামরিক হস্তক্ষেপকে জাতিসংঘের ‘রেসপনসিবিলিটি টু প্রটেক্ট’ (আর টু পি) বলে অভিহিত করে। তারা বলতে চায়, সাধারণ নাগরিকের অধিকার আদায়ের প্রয়োজনে হস্তক্ষেপ আবশ্যক ছিল। রাশিয়াও ঠিক একইরকম অজুহাতে ইউক্রেন আক্রমণকে ন্যায্য বলে দাবি করছে। ক্রেমলিনের দাবি, ইউক্রেন পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে যা রাশিয়া ও তার আশেপাশের দেশের নিরাপত্তার পক্ষে হুমকি হয়ে দাড়াতে পারে। সুতরাং ব্যাপারটা স্পষ্ট যে, যুক্তরাষ্ট্রের বাতলে দেওয়া পথেই এগুচ্ছে রাশিয়া ।
একইভাবে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনকে সমর্থনের বিষয়টি যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুলের ইঙ্গিতের মাধ্যমে স্মরণ করে দিতে চায় রাশিয়া। ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের কথাও বা বাদ যাবে কেন? ২০১৯ সালে যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ভেনিজুয়েলার ওপর তেল অবরোধ আরোপ করে দেশটির সব অর্থ সম্পদ আটকে দিয়ে স্বঘোষিত নেতা হুয়ান গুইয়াদোকে সমর্থন করেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা করেছে এবং ইউরোপীয় মিত্ররা তা সমর্থন দিয়েছে বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। রাশিয়া ও চীন তখন এর পরিনতি ভালো হবেনা বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল।
এসব অভিজ্ঞতা থেকে বলা যায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব স্বার্থে পৃথিবীকে দুটি বলয়ে ভাগ করেছে অর্থনৈতিক ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে। সুতরাং রাশিয়া নতুন কিছু করছে না। তারা কেবল যুক্তরাষ্ট্রের সুশাসনের নামে প্রহসন, সামরিক আগ্রাসন, মিথ্যাচারকেই অনুসরণ করেছে। গেল শুক্রবার ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক খসড়া প্রস্তাব তোলা হয়। রাশিয়া খসড়া প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে। রাশিয়া ভেটো দেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, নিরাপত্তা পরিষদের এক বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন স্থায়ী সদস্য তার প্রতিবেশীকে আক্রমণ করতে এবং জাতিসংঘ ও আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করতে ক্ষমতার অপব্যবহার করলেও আমরা ঐক্যবদ্ধভাবে ইউক্রেন ও তার জনগণের পাশে রয়েছি।
প্রকৃতপক্ষে, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশগুলোকে নিয়ে ছেলে খেলা খেলতে চায়। আন্তর্জাতিক আইনের সকল ধারা উপধারা নিজেদের অনূকুলে রেখে কৃত্রিম পাল্লা দিয়ে একে অপরের উপর দোষ চাপায়। তাদের প্রণীত আন্তর্জাতিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে নিজস্ব সুবিধা আদায় না হওয়া পর্যন্ত তারা এ খেলা খেলতেই থাকে।
ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এই দুই বলয়ের মধ্যে ১৯৪০-এর দশকের মাঝামাঝি থেকে ১৯৮০’র দশক পর্যন্ত চলমান ঠাণ্ডা যুদ্ধের ন্যায় সবসময় এক ধরনের স্নায়ুযুদ্ধ লেগেই থাকে। রাশিয়ার ইউক্রেন হামলা এই অসুস্থ প্রতিযোগীতাকে আরো বেগবান করে তুলেছে। এই যুদ্ধের শেষ কোথায় তা হয়ত তাদের নিজেদেরও জানা নেই। কারণ স্বার্থ আদায়ের ক্ষেত্র বোধহয় তাদের কখনো ফুরাবে না, নতুন নতুন ইস্যু সামনে আসবে। কাল বিলম্ব না করে স্বার্থ আদায়ের জন্য তাদের হুমড়ি খেয়ে পড়াটা স্বাভাবিক ধরে নেওয়াটা অন্য জাতির পক্ষ্যে অস্বাভাবিক কোন ভাবনা নয়। বলা যায় । সামনের দিনগুলোতে হয়ত স্নায়ুযুদ্ধের মাত্রা আরো প্রকট হবে বলেই বিশ্ববাসীকে স্বরণে রাখতে হবে।