বাগেরহাটের মোংলায় সশস্ত্র বাহিনীর দিবস-২০২৪ উপলক্ষে উন্মুক্ত যুদ্ধ জাহাজ বানৌজা কপোতাক্ষ পরিদর্শন করে খুশি স্থানীয়রা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে মোংলার দিগরাজ নৌবাহিনী ঘাটে উন্মুক্ত যুদ্ধ জাহাজ বানৌজা কপোতাক্ষ দেখতে ভীড় জমায় বিভিন্ন স্থান থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ। নৌ বাহিনীর কর্মকর্তারা দর্শনার্থীদের জাহাজ সম্পর্কে নানা তথ্য জানান। দর্শনার্থীরা জাহাজ ঘুরে দেখেন এবং খুঁটিনাটি সকল বিষয় জানার চেষ্টা করেন। যুদ্ধ জাহাজের বিভিন্ন কলাকৌশল, কামান এবং সক্ষমতা জেনে সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থীরা।
জাহাজ দেখতে যাওয়ার দর্শনার্থী আজিজুর রহমান বলেন, মোংলায শহরে থাকলেও যুদ্ধ জাহাজে ওঠা এবং ঘুরে দেখার সুযোগ হয় না৷ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে জাহাটি উন্মুক্ত ছিল। আমরা পরিবার-পরিজন নিয়ে ঘুরে দেখেছি। জাহাজ দেখে আমরা খুব খুশি।
ফকিরহাট থেকে জাহাজ দেখতে যাওয়া মিজান বলেন, কখনও এভাবে সরাসরি যুদ্ধজাহাজ দেখার সুযোগ হয়নি। দুপুরের দিকে এসে যুদ্ধ জাহাজে উঠলাম। অনেক লোক এসেছে এখানে।
নৌবাহিনীর কর্মকর্তারা আমাদেরকে জাহাজের খুটিনাটি বিষয় জানালেন। যুদ্ধ জাহাজের নানা কারিগরি বিষয় ও কামানের ক্ষমতা জেনে আমি বিস্মিত হয়েছি। খুবই ভালো লেগেছে আমাদের।
যুদ্ধ জাহাজ বানৌজা কপোতাক্ষ’র অধিনায়ক কমান্ডার রাইয়ান বলেন, নৌবাহিনীর পক্ষ থেকে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। এর অংশ হিসেবে যুদ্ধ জাহাজ বানৌজা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। এই জাহাজের মাধ্যমে জলসীমা রক্ষা, চোরাচালান রোধ, মানবপাচার রোধ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সরবরাহসহ নানা কাজ করা হয়। জাহাজ পরিদর্শনে আসা সাধারণ মানুষকে জাহাজের ক্ষমতাও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষদের নৌ বাহিনী সম্পর্কে ধারণা তৈরি হবে বলে জানান কর্মকর্তা।
মোংলা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে সাধারণ মানুষের জন্য নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে।
এম জি