Top
সর্বশেষ

প্রয়োজনের চেয়ে বেশি পণ্য মজুত আছে, জানালেন মন্ত্রী

০২ মার্চ, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
প্রয়োজনের চেয়ে বেশি পণ্য মজুত আছে, জানালেন মন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য মজুত রয়েছে, কোনো পণ্যের ঘাটতি নেই। রমজানে কোনো অসাধু ব্যবসায়ীকে সুযোগ নিতে দেওয়া হবে না। কৃত্রিম উপায়ে পণ্যের সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন। পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, আমরা শুনেছি তেলের বোতলের গায়ে যে দাম লেখা থাকে বোতল থেকে খুলে বিক্রি করলে সে দামের কোনো বালাই থাকে না। এসব কথা শোনার পর আজ ডিজিএফআই, পুলিশ, এনএসআই, ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন- সবাইকে বলেছি, ইউ টেক ইউর অ্যাকশন।

খুচরা বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে, ভোক্তা অধিকার আছে, তাদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা। আমরা এবার ডিসি ও প্রশাসনের সাহায্য নিয়েছি। এ ধরনের কাজ যারা করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

যৌথ অভিযান পরিচালনা করবেন কি না জানতে চাইলে টিপু মুনশি বলেন, যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন ব্যবস্থা নেওয়া হবে। যদি কোথাও যৌথ দরকার পড়ে সেখানে যৌথ ব্যবস্থা নেওয়া হবে। যদি পুলিশ একা পারে, পুলিশ একা করবে; ডিসি পারলে ডিসি একা করবে। সবারই ম্যাজিট্রেসি ক্ষমতা আছে। যার-যার মতো করে করবে। যদি কোথাও মনে করে সবাই একসঙ্গে যাওয়া দরকার, সেখানে তারা একসঙ্গে যাবে।

তিনি বলেন, সরকারের চেয়ে বড় হাত কারো নয়। আমরা বসতে চাই, সুবিধা দিতে চাই, কিন্তু তাই বলে এমন না, তারা সুযোগ নেবেন। মাঝখানে তারা এসেছিল, তেলের দাম বাড়ানোর বিষয়ে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, নট পসিবল। আমরা আপনাদের (গণমাধ্যম) একটু সহযোগিতা চাই। আমাদের প্রশ্ন করেই শেষ করবেন না, আপনারা বাজারেও ঢুকে পড়ুন। আপনারা কথা বলেন, অপনারা স্ক্রল, পেপারে লেখেন, এটার বেশি দাম, দেবেন না, সচেতন হোন।

টিপু মুনশি বলেন, সরকার কার্ড বিতরণ করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সারা দেশে এক কোটি পরিবারের কাছে সাশ্রয়ী দামে চিনি, ভোজ্যতেল, মসুর ডাল, পেঁয়াজ ও ছোলা বিক্রয় করবে। এতে দেশের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় বাংলাদেশ কম্পিটিশন কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মো. আফজাল হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মাসুদ সাদিক, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট জসিম উদ্দিন, টিসিবির চেয়ারম্যান ব্রি. জে. মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ. এইচ.এম. সফিকুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ নেওয়াজ তালুকদার, এসবির ডিআইজি এ.জেড.এম. নাফিউল ইসলাম, ক্যাব প্রকাশিত ভোক্তা কন্ঠের সম্পাদক কাজী আব্দুল হান্নান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, শিল্প মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই, বিজিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার