বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে মেলা শুরু হচ্ছে আগামী রবিবার (৩ জানুয়ারি)। পাঁচদিনের এই মেলা ৩ তারিখ শুরু হয়ে চলবে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) পর্যন্ত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিক উদ্যোক্তাদের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় প্রায় ৬১ জন ক্ষুদ্র ও কুটির শিল্পোদ্যোক্তা অংশগ্রহণ করবেন।
মেলায় থাকবে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি বিভিন্ন পণ্যের সমাহার। সব স্টলে হস্ত ও কুটিরশিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী স্থান পাবে।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। এবং এই সময় সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে মেলা।
বাণিজ্য প্রতিদিন/এম জি