ওয়েস্ট ইন্ডিউজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টাইগার বাহিনী জয়ের কথা যেন ভুলেই গেছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যে ভরাডুবি হয়েছে টাইগারদের, সেই জায়গা থেকে উত্তরণের জন্য জয় ছাড়া অন্য কোনো রাস্তা নেই। তাই এই টেস্টে জয়েই চোখ রাখছে বাংলাদেশ।
চোটের কারণে এই টেস্ট দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। চোটের মিছিলে নাম লেখানো অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও পাচ্ছে না বাংলাদেশ। তিন পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা।
তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে পেস বিভাগের দায়িত্ব সামলাবেন শরীফুল ইসলাম। মিরাজের সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস।
এম জি