দেশে ইসলামী ব্যাংকিং ব্যবসা ক্রমেই বড় হচ্ছে। মানুষের আগ্রহের ফলে প্রচলিত ধারার ব্যাংকগুলোও ইসলামী ব্যাংকিংয়ে ঝুঁকছে। গত ২০২০ সালে প্রচলিত ধারার দুটি ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়েছে এবং এখন ইসলামী ব্যাংকের সংখ্যা ১০ এ দাঁড়িয়েছে। আরো কয়েকটি ব্যাংক রূপান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ২০২১ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের মোট আমানতের ২৭.৮৯ শতাংশই ইসলামী ব্যাংকগুলোর দখলে। এ ছাড়া বিতরণ করা মোট ঋণের ২৭.৮৮ শতাংশ এ খাতের ব্যাংকগুলোর। পুরো ব্যাংকিং খাতের প্রবাসী আয়ের ৪৯.১৮ শতাংশ আসছে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের ডিসেম্বর প্রান্তিকের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের বেশির ভাগ মানুষ ধর্মভীরু। তারা সুদভিত্তিক কারবারের পরিবর্তে শরিয়াহভিত্তিক কারবারে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। কারণ ইসলামী ব্যাংকগুলো মুদারাবা পদ্ধতিতে আমানত সংগ্রহ করে। আমানতের এই অর্থ বিভিন্ন শরিয়াহ অনুমোদিত পদ্ধতিতে বিনিয়োগ করে থাকে। আবার এ থেকে অর্জিত মুনাফা আমানতগ্রহীতা ও শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয়। ফলে এ ব্যবস্থার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। তবে ইসলামী ব্যাংকিং পরিচালনায় দেশে এখনো পৃথক আইন হয়নি। বাংলাদেশ ব্যাংকের পৃথক নীতিমালার আওতায় ইসলামী ব্যাংকগুলো পরিচালিত হয়ে আসছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, গত ডিসেম্বর শেষে দেশের ইসলামী ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ১১১ কোটি টাকা, যা পুরো ব্যাংকখাতের ২৭.৮৯ শতাংশ। তিন মাসের ব্যবধানে ইসলামী ব্যাংকগুলোর আমানত বেড়েছে ১৬ হাজার ৫৩২ কোটি। তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোর আমানত ছিল ৩ লাখ ৭৬ হাজার ৫৭৮ কোটি টাকা। এর আগের বছর ২০২০ সালের ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংগুলোর আমনতের পরিমাণ ছিল তিন লাখ ২৬ হাজার ৯২৩ কোটি টাকা।
অন্যদিকে গত ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিল তিন লাখ ৫৩ হাজার ৪৪৮ কোটি টাকা বা ২৭.৮৮ শতাংশ। তিন মাসের ব্যবধানে ইসলামী ব্যাংকগুলোর ঋণের পরিমাণ বেড়েছে ১৬ হাজার ৬২৮ কোটি। তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৩৬ হাজার ৮২০ কোটি টাকা। এর আগের বছর ২০২০ সালের ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৯৪ হাজার ৯৪ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশে এখন প্রবাসী আয়ের ৪৯ শতাংশই আসে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে। সবচেয়ে বেশি আসে আইবিবিএলের মাধ্যমে। গত ডিসেম্বর শেষে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসে ২০ হাজার ৩৬৮ কোটি টাকা। যা পুরো ব্যাংকিং খাতের মাধ্যমে আসা মোট প্রবাসী আয়ের ৪৯.১৮ শতাংশ।
ইসলামী ব্যাংকিংয়ে বাজার বড় হওয়ার সঙ্গে এ খাতে কর্মসংস্থানও বাড়ছে। গত ডিসেম্বর পর্যন্ত এ খাতে জনবল বেড়ে হয়েছে ৪৫ হাজার ২৬০ জন, যা গত সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকিংয়ের জনবলের সংখ্যা ছিল ৪৪ হাজার ৪৫৩ জন। আর এর আগের বছর ২০২০ সালের ডিসেম্বর শেষে জনবল ছিল ৩৮ হাজার ৭৮৪ জন। অর্থাৎ একবছরে জনবল বেড়েছে ৬ হাজার ৪৭৬ জন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) প্রতিবেদনে দেখা যায়, গত ডিসেম্বর পর্যন্ত দেশে ইসলামী ব্যাংকিং শাখা ও উইন্ডোর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮০টি। এর মধ্যে এক হাজার ৬৭১টি শাখাই পূর্ণাঙ্গ ইসলামী ধারার ব্যাংকগুলোর। বাকি ৪১টি ইসলামী শাখা রয়েছে প্রচলিত ধারার ব্যাংকগুলোর। এর বাইরে প্রচলিত ধারার ব্যাংকগুলোর আরো ৩৬৮টি ইসলামী ব্যাংকিং উইন্ডো খুলে সেবা দিচ্ছে।
এ বিষয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের একজন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, ইসলামী ব্যাংকিং সেক্টরে প্রতিনিয়ত যেভাবে মানুষ ঝুঁকছে এটা আমি মনে করি খুবই ইতিবাচক। কারণ বাংলাদেশ একটা ধর্মভীরু দেশ এখানে আস্তে আস্তে মানুষ শরীয়াহ দিকে ঝুঁকবে এটা খুবই স্বাভাবিক, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এটা সামনে আরও বাড়বে।
তিনি আরও বলেন, শরীয়াহ প্রতি দূর্বলতা থেকেই অন্যান্য ব্যাংকের চেয়ে ইসলামী ব্যাংকগুলোতে বেশি আমানত রাখছে মানুষ। যারা শরীয়াহ সাথে ব্যাংকিং করে তারা সহজে কিন্তু অন্য ব্যাংকে যায় না। এছাড়া শরীয়াহ সম্পর্কে মানুষ নিয়মিত জানার কারণে শরীয়াহ ব্যাংকগুলোতে যাচ্ছে মানুষ। এর ফলে ইসলামী ব্যাংকিং খাতে আমানত বাড়ছে।
এ নিয়ে ইসলামী ব্যাংকগুলোর কর্মকর্তারা বলেন, ধর্মীয় বিশ্বাস থেকেই মূলত গ্রাহকেরা ইসলামী ব্যাংকে আসেন। তাঁরা অন্য ব্যাংকে গেলে প্রশ্ন করেন, সুদ কত দেবেন? আর ইসলামী ব্যাংকে এলে বলেন, সুদ যেন হিসাব না করা হয়। টাকাটা যেন বৈধ ব্যবসায়ে যায়, সেটাও চান অনেকে। আবার জমা টাকার বিপরীতে মুনাফা নেবেন না, এমন গ্রাহকও ইসলামী ব্যাংকে আসেন।
জানা যায়, বর্তমানে প্রচলিত ধারার একটি ব্যাংক ১০০ টাকা আমানতের বিপরীতে ৮৫ টাকা ঋণ দিতে পারে। ইসলামী ব্যাংকগুলো সেখানে ৯০ টাকা দিতে পারে। অথচ প্রচলিত ধারার ব্যাংকগুলোর ১৩ শতাংশ এসএলআর রাখার বাধ্যবাধকতা থাকলেও ইসলামী ব্যাংকগুলোর জন্য তা সাড়ে ৫ শতাংশ। ইসলামী ব্যাংকগুলো যেকোনো সময় আমানতে মুনাফার হার পরিবর্তন করতে পারলেও প্রচলিত ধারার ব্যাংক তা পারে না। এতে প্রচলিত ধারার ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকের ভালো মুনাফা করার সুযোগ তৈরি হয়। ফলে অনেক ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরে আগ্রহ দেখাচ্ছে। এতে দিন দিন ইসলামী ব্যাংকিংয়ের পরিধিও বাড়ছে।
ইসলামী ধারার ব্যাংকিং কার্যক্রম চালু হয় ১৯৬৩ সালে। আর বাংলাদেশে তা শুরু হয় ১৯৮৩ সালে দেশি-বিদেশি উদ্যোগ ও সরকারি-বেসরকারি মালিকানায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) প্রতিষ্ঠার মাধ্যমে। বর্তমানে দেশে ইসলামী ধারার ব্যাংকের সংখ্যা ১০টিতে উন্নীত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ ছাড়া বাকি ৯ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ও আইসিবি ইসলামিক ব্যাংক। এর মধ্যে স্ট্যান্ডার্ড ও গ্লোবাল ইসলামী গত ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইসলামী ধারায় রূপান্তরিত হয়েছে। আর ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী চতুর্থ প্রজন্মের ব্যাংক, যাদের যাত্রা শুরু হয়েছে ২০১৩ সালে।