Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

গোপনে আপত্তিকর ছবি তুলে ঢাবিছাত্রীকে ব্ল্যাকমেইল

১১ মার্চ, ২০২২ ৩:১২ অপরাহ্ণ
গোপনে আপত্তিকর ছবি তুলে ঢাবিছাত্রীকে ব্ল্যাকমেইল

প্রেমের সুযোগ নিয়ে গোপনে আপত্তিকর ছবি তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ সেশনের এক শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে মিনহাজুল বিন মাহমুদ (২৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিনহাজের বাড়ি খুলনার দৌলতপুরে। তার পিতার নাম মিরাজ মাহমুদ। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রে কোরিয়ান একটি কোম্পানির অধীনে অস্থায়ী ভিত্তিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।

অভিযোগপত্রে বলা হয়, পারিবারিকভাবে বিয়ের কথা চলায় মিনহাজের সঙ্গে ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়। এ সুযোগে এক পর্যায়ে গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখে মিনহাজ। এরপর এসব ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে বিয়ের আগেই তার সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, সম্পর্ক থাকা অবস্থায় তিনি গোপনে অন্তরঙ্গ মুহূর্তের স্ক্রিনশট নেন। যেগুলো দিয়ে তিনি ব্ল্যাকমেইল করতে থাকেন ও জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। তার কথা না শুনলে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে এসব ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিতেন। এক পর্যায়ে আমি এগুলো সহ্য করতে না পেরে ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চের আরাফাত চৌধুরী ভাইকে সবকিছু খুলে বলি। তিনি পরবর্তীতে আমাকে সব ধরনের সহায়তা প্রদান করেন। পরে বৃহস্পতিবার শাহবাগ থানায় তার বিরুদ্ধে তথ্যপ্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছি।

ঢাবি নিরাপত্তা মঞ্চের অন্যতম সমন্বয়ক আরাফাত চৌধুরী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী প্রতিনিয়ত ব্ল্যাকমেইল ও যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনা আমার কাছে শেয়ার করে এবং এই ট্রমা থেকে মুক্তি পেতে সহায়তা চায়। পরবর্তীতে আমি সেই বখাটে ব্ল্যাকমেইলার সম্পর্কে খোঁজ নিয়ে কৌশলে তাকে জিম্মি করি। পরবর্তীতে তার মোবাইল ফোন থেকে একাধিক নারীর গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ধারণকৃত ছবি পাই। জানতে পারি যে, তিনি আরও অনেক মেয়েকে এভাবে ব্ল্যাকমেইল করেছেন। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগপত্র দিয়েছেন। যাচাই করে আমরা মামলা দেব। অভিযুক্ত এখন আমাদের হেফাজতে রয়েছেন।

শেয়ার