জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আফসানা রাঁচির মর্মান্তিক মৃত্যুতে এক দফা দাবিতে মশাল মিছিল করেছেন ওই ব্যাচের নবীন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বটতলা ও বঙ্গবন্ধু হল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের এক দফা দাবি হলো—আগামী শুক্র ও শনিবারের মধ্যে ঘটনার জন্য দায়ী রিকশাচালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, তারা আগামী রবিবার থেকে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।
সমাবেশে মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসাইন বলেন, “আমরা এর আগে ১১টি দাবি উত্থাপন করেছি। কিছু দাবি বাস্তবায়নে সময় লাগবে, যা আমরা বুঝি। তবে এই বিশেষ ঘটনায় রিকশাচালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে আজকের এই মশাল মিছিল। দাবি পূরণ না হলে রবিবার থেকে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
আরেক শিক্ষার্থী জান্নাতুন নিসা মীম বলেন, “হত্যাকারী রিকশাচালককে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষায় ফিরব না। এমনকি প্রয়োজনে সব প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ করে দেবো।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, “আমরা মাত্র এক মাস আগে ক্যাম্পাসে এসেছি। এর মধ্যেই আমাদের সহপাঠীকে হারাতে হয়েছে। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা মনে করি, এটি একটি কাঠামোগত সমস্যার ফল।”
শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
এনজে