সুপার সিক্সে জমে উঠেছে ‘আত্মিক ফাউন্ডেশন বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত জুলাই গনঅভ্যুত্থান শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪।
শুক্রবার (১৭জানুয়ারি) দুপুর দুইটায় সুপার-৬ নকআউট পর্বের উদ্বোধনী ম্যাচ কুড়িগ্রাম এক্সপ্রেস বনাম অপরাজেয় ঠাকুরগাঁও ম্যাচ দিয়ে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের পদযাত্রা।
উক্ত উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোঃ আনোয়ার মাহমুদ, আত্মিক ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মো: সবুর আলী, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আনোয়ার কামাল, আত্মিক ফাউন্ডেশন বাংলাদেশে এর উপদেষ্টা মামুনুর রহমান মামুন ও প্রতিষ্ঠাতা পরিচালক রবিউল ইসলাম সহ আত্মিক ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় ও ঢাকা কলেজ শাখার নেতৃবৃন্দ।
‘আত্নিক ফাউন্ডেশন বাংলাদেশ’ ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে ৪৮টি জেলার টিম নিয়ে গত ৪ ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে। যার প্রথম,দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা ইতঃপূর্বে শেষ হয়েছে।
আত্নিক ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ সবুর আলী বলেন, আগামীতে শুধু ঢাকা কলেজ নয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব নানামুখী কার্যক্রম পরিচালনার জন্য আত্মিক ফাউন্ডেশন বাংলাদেশ কাজ করবে।
“আত্মিক ফাউন্ডেশন বাংলাদেশ”সারা দেশব্যাপী কার্যক্রম পরিচালনার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলা সহ বিভিন্ন সেবামূলক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা।
উল্লেখ্য, আত্মিক ফাউন্ডেশন বাংলাদেশ এর যাত্রা শুরু হয় ২০২০ সালের ২২ মে। এটি একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের নানামুখী সামাজিক কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান,শিক্ষামূলক কার্যক্রম,সামাজিক সেবামূলক কার্যক্রম ও সাংস্কৃতিক কার্যক্রম।
এনজে