Top
সর্বশেষ
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০ সারজিস আলমের নেতৃত্বে আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত, রোববার থেকে কার্যকর

কুবি ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, আবেদন ২ ফেব্রুয়ারি থেকে

১৬ জানুয়ারি, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
কুবি ভর্তি পরীক্ষা শুরু ১৯ এপ্রিল, আবেদন ২ ফেব্রুয়ারি থেকে
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) কুবির উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী-এর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ মে ২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টায় এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত যেকোনো সময়, এমনকি সরকারি ছুটির দিনেও আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এনজে

শেয়ার