Top
সর্বশেষ
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০ সারজিস আলমের নেতৃত্বে আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী অবশেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত, রোববার থেকে কার্যকর

শেখ হাসিনার স্লোগান সম্বলিত পত্র ভাইরাল, কর্মকর্তা বরখাস্ত

১৬ জানুয়ারি, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
শেখ হাসিনার স্লোগান সম্বলিত পত্র ভাইরাল, কর্মকর্তা বরখাস্ত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এমন স্লোগান লেখা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দায়িত্বহীনতাকে দায়ী করছেন অনেকেই।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে ছড়িয়ে পড়া ওই পত্রে দেখা যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার সোমবার (১৩ জানুয়ারি) পত্রটি উপাচার্যের নির্দেশক্রমে সই করেছেন। পত্রটির ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত একটি লোগো রয়েছে। এঘটনায় গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই পত্রটিতে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য ব্যয়িত অর্থ সাধারণ ও ঘটনাত্তোর বিল অথবা অগ্রিম বিলের মাধ্যমে পরিশোধ করা হয়ে থাকে। এসব বিল প্রদান এবং অগ্রিম বিল সমন্বয়ের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক ভ্যাট ও উৎসে কর প্রদান করতে হয়।’

২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট ও উৎসে কর প্রদানের হারে কিছু পরিবর্তন হয়েছে। সাধারণ ও ঘটনাত্তোর বিল এবং অগ্রিম বিল দাখিল করার ক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবছরের ৯ জানুয়ারি ২০২৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত এসআরও নম্বর-১৯ আইন/ ২০১৫/২৭৩-মূসক সংখ্যক প্রজ্ঞাপন অনুযায়ী ভ্যাট প্রদানপূর্বক বিল দাখিলের জন্য অনুরোধ করা হলো।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ‘শেখ হাসিনার স্লোগান সম্বলিত লোগো না দেখেই ভুলক্রমে পত্রটিতে আমি সই করেছিলাম। তবে বিষয়টি উপাচার্য স্যার জানেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার বলেন, ‘এমন ঘটনা সত্যিই দুঃখজনক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনার স্লোগান সম্বলিত নিষিদ্ধপত্রে সই করার কোনো সুযোগ নেই। এ ঘটনায় জড়িত অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি মোতাবেক সাময়িক বরখাস্ত করা। সেই সাথে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে বিশ্ববিদ্যয়ের প্রো-ভাইস

চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়াকে আহবায়ক ও রেজিস্ট্রার ড. ফিরোজ আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিখিল করতে বলা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা গ্রহন করা হবে।’

এনজে

শেয়ার