Top
সর্বশেষ
বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০ সারজিস আলমের নেতৃত্বে আজ কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী

লালপুরে চলছে তোহা বাজারের জায়গা দখলের মহোৎসব

১৬ জানুয়ারি, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
লালপুরে চলছে তোহা বাজারের জায়গা দখলের মহোৎসব
লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুর বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসার জন্য সংরক্ষিত খালি জায়গায় নিয়মবহির্ভূতভাবে পাকা দোকান ঘর নির্মাণ করে অবৈধ দখলের মহোৎসব চলছে। এতে কাঁচা বাজার ও মাছ বাজারের জন্য সরকারিভাবে জায়গা নির্ধারণ থাকলেও কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জায়গা না পেয়ে লালপুর-গোপালপুর সড়কে ফুটপাত দখল করে বাজার বসাচ্ছেন। এতে সড়কে যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।

সরেজমিনে জানা যায়, বিগত সময়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় তোহা বাজার দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে বাজারের মুদি ব্যবসায়ী শ্রী আনন্দ কুমার, শ্রী গিরি কুমার ও কসমেটিক ব্যবসায়ী শ্রী লিটন কুমার দাস, পল্লী চিকিৎসক অসীম কুমার মো: মিজান আলী।

মুদি ব্যবসায়ী মো:জামিরুল ইসলাম, মো: মানু ইসলাম, মো: মাহাবুল ইসলাম নামে কয়েকজন ব্যবসায়ীরা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন করে আরো ৩ টি দোকান ঘর নির্মাণের কাজ চলছে।

এ বিষয়ে সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, তোহা বাজার বিলুপ্তির পথে। বাজারে জায়গা না পেয়ে কিছু সবজি ব্যবসায়ী পেটের দায়ে লালপুর মোড়ে ফুটপাত দখল করে বাজার বসিয়েছেন। এভাবে চলতে থাকলে আমারও লালপুর মোড়ে যেতে হবে।

বাজারের ক্রেতা বাপ্পি বলেন, বিগত আওয়ামী লীগের আমলে প্রভাব খাটিয়ে টাকা পয়সা নিয়ে বেশ কয়েকজন তোহা বাজারের বড় একটি অংশ দখল করে দোকানঘর নির্মাণ করেছেন। এভাবে চলতে থাকলে এই বাজার লালপুর মোড়ে চলে যাবে। এজন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে বাজারের পূর্বের জৌলুশ ফিরে পাবে।

এ বিষয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক মাজদার রহমান বলেন, তোহা বাজারে স্থাপনা গুলো সম্পূর্ণ অবৈধ বেআইনি সরকারিভাবে এটা উচ্ছেদ করে দেয়ার হোক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, অবৈধ দোকান নির্মাণের শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

শেয়ার