Top
সর্বশেষ
সারা দুনিয়া ও দেশবাসীকে জানাতে চাই আমরা একতাবদ্ধ আছি: ড. ইউনূস বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

শেরপুরে ‌‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা

১৬ জানুয়ারি, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
শেরপুরে ‌‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা
শেরপুর প্রতিনিধি :

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে ‌‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে জেলা পরিষদের উদ্যোগে ও জেলা প্রশাসনের তত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সাংবাদিক সুলতান আহম্মেদ ময়না, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, শিক্ষার্থী সুরভি আক্তার, বৈশাখী খাতুন, নাকিব হাসান, সাইম হাসান প্রমুখ।

এনডিসি জিএমএ মুনীবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদসহ জেলা প্রশাসন ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে জেলা পরিষদের উদ্যোগে হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। এদিন ২৪১ জন শিক্ষার্থীর মাঝে মোট ৯ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়।

এম জি

শেয়ার