Top
সর্বশেষ
সারা দুনিয়া ও দেশবাসীকে জানাতে চাই আমরা একতাবদ্ধ আছি: ড. ইউনূস বাজার পর্যালোচনার ভিত্তিতে সুদের হার আরো কমবে: গভর্নর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের বাধঁভাঙা উচ্ছ্বাস জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ঋণের নামে এননটেক্সকে দেয়া টাকা আত্মসাৎ ও পাচার ৭২১৫ জনকে সুপার নিউমারারি পদোন্নতি; চার ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ বহালের সিদ্ধান্ত আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

ভারত-পাকিস্তান থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার

১৬ জানুয়ারি, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
ভারত-পাকিস্তান থেকে ১ লাখ টন চাল কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক :

ভারত ও পাকিস্তান থেকে ৫৮১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে মোট এক লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে জি টু জি পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ চাল কেনা হবে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) থেকে।

এতে ব্যয় হবে ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৯৯ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস গুরুদিও এক্সপোর্ট করপোরেশন প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৬ এর আওতায় ৫০ হাজার মেট্রিকটন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।

প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৪৫৪.১৪ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২৭৭ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এছাড়া বৈঠকে চিনি, এলএনজি, সয়াবিন তেল, পাম তেল ও মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।

বিএইচ

শেয়ার