ঢাকা কলেজের অনার্স ১ম বর্ষ (২০২৩-২০২৪) সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রনি হাসান। সে শরিয়তপুর সদর উপজেলার চরস্বন্ন এলাকার আব্দুস সামাদ সোহেলের মেঝো ছেলে। ছোটবেলা থেকেই মেধাবী হিসেবে এলাকাতে পরিচিতি পায়। তবে ছোট্ট এক দুর্ঘটনায় তার জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। বর্তমানে টাকার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সময় কাটাচ্ছে রনি।
জানা যায়, ২০১১ সালে বাশের সাঁকো থেকে পড়ে গিয়ে বাম হাত ভেঙে যায় তার। সে সময় চিকিৎসকের ভুল চিকিৎসায় হাতের অবস্থা খারাপ হয়ে গেলে অনেক টাকা খরচ করতে হয়েছিল পরিবারের।পরে কোন রকমে হাতটি টিকলেও গত ছয়মাস ধরে রনির শরীরে বাসা বাধে প্যারালাইজড এর মতো জটিল রোগ। প্রায় সময় হাত মুখ বাঁকা হয়ে যায় তার। দিনে দিনে কমে যাচ্ছে শ্রবণ শক্তিও। এমনকি চোখে ঝাপসা দেখার কারণে বন্ধ হতে চলেছে তার লেখাপড়া। ছেলের এমন করুণ অবস্থার কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়ে মা রুজিনা বেগম।
তিনি জানান, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও তেমন কোন উন্নতি হয়নি রনির। প্রায় সময় শরীরে দেখা দিচ্ছে নানা সমস্যা। ডাক্তার দ্রুতই ভারতে নিয়ে চিকিৎসা করানোর কথা বলেছে। তবে টাকার অভাবে থেমে আছে রনির উন্নত চিকিৎসা।
রনির বাবা জানান, রনি ছাড়াও তার প্রবাসী বড় ছেলে সড়ক দুর্ঘটনায় পড়ে আছেন প্রবাসে। দুই ছেলের চিকিৎসা করাতে গিয়ে জায়গা জমি সবই বিক্রি করেছেন তিনি। অর্থের অভাবে না হচ্ছে প্রবাসী ছেলের চিকিৎসা আর না হচ্ছে ছোট ছেলের চিকিৎসা। ভারতে নেওয়া সহ রনির চিকিৎসা বাবদ প্রয়োজন ১০-১২ লাখ টাকা। ব্যয়বহুল এই অর্থ জোগাড়ের সামর্থ্য নেই তার।
এদিকে সকলের সহযোগীতায় উন্নত চিকিৎসার মাধ্যমে রনি ফিরে পেতে পারেন সুস্থ জীবন সেই প্রত্যাশায় সরকার ও বিত্তশালীদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানান স্বজন ও তার বন্ধু-বান্ধব।
শিক্ষার্থীর এক সহপাঠী সাবিদ হাসান মিয়া বলেন ‘‘কলেজের শিক্ষার্থীরা আমরা আমাদের সবার জায়গা থেকে একটি সর্বোচ্চ আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছি, যাতে সে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।” সকলের সহযোগিতায় সে পেতে পারে তার স্বাভাবিক জীবনের পথচলা।
এনজে