জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘তাসের দেশ’। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিবেশনায় নাটকের নির্দেশনা দিয়েছেন কোর্স শিক্ষক সঞ্জীব কুমার দে। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ল্যাবরুম মিলনায়তনে বুধবার এ নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকে দেখা যায়, শুরুতে রাজপুত্র তার বন্দিজীবন থেকে মুক্তির আশা ব্যক্ত করে সওদাগরের কাছে। রাজপুত্র মুক্তি পেতে সিদ্ধান্ত নেয় বাণিজ্যে যাওয়ার; পথে যেতে তরী ডুবে ভেসে যায় নতুন এক দেশে। এই নতুন দেশে সবকিছুই পরিচালিত হয় নিয়ম অনুসারে এবং প্রত্যেকেই এক একটা তাস। রাজপুত্র ও সওদাগর এই দেশে এসে সেখানকার পরিবেশ পরিবর্তন করে দেয়। শেষ পর্যন্ত তাসের দেশের রাজা-রাণী সহ সবাই সব নিয়ম ভেঙে মানুষ হয়ে উঠতে চায়।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একইবর্ষের শিক্ষার্থীরা। এর মধ্যে রাজপুত্র চরিত্রে অভিনয় করেছেন জিন্নাত, প্রিয়া, নিবিড়, শাকিল, মিলটন এবং শাহিনুল ইসলাম সাগর; সওদাগর চরিত্রে হৃদয়, শাকিল, আরিফুল, উচ্ছ্বাস এবং এলিন; পত্রলেখা চরিত্রে জান্নাত, রাজমাতা চরিত্রে সুজানা, ছক্কা চরিত্রে হানি, স্বর্ণা এবং আবীর; পাঞ্জা চরিত্রে লামিয়া, বিথী রানী মন্ডল, সানিম এবং আবেশ; তাস রাজা চরিত্রে শফিকুল এবং নিলয়; তাস রাণী চরিত্রে দিনা, সাবিহা; গোলাম চরিত্রে ইভা, আশরাফুল; টেক্কাণী চরিত্রে রিমি, মৌমিতা; ইস্কাবনী চরিত্রে দিনা, সায়লা; চিরেতনী চরিত্রে স্বর্ণালী; দহলানী চরিত্রে ফারজানা; হরতনী চরিত্রে পরমা, বৃষ্টি, অনামিকা; রুইতান চরিত্রে নিলয়, নাফিস; দহলা পণ্ডিত চরিত্রে মৃত্তিকা, আলিম অভিনয় করেছেন।
নেপথ্যে দেহবিন্যাস তত্ত্বাবধান করেছেন বিভাগের প্রভাষক রুবাইয়া জাবীন প্রিয়তা ও কৃপাকনা তালুকদার। পোশাক ও দ্রব্য পরিকল্পনা করেছেন বিভাগের প্রভাষক আফরিন হুদা তোড়া। মঞ্চসজ্জা করেছেন আরিফুর, এলিন, শাহিনুল ইসলাম সাগর, আলিমুল এবং হৃদয়। সংগীত প্রয়োগে ছিলেন কানিজ, নাজিয়া, পরিচয়, ইমাম, ইব্রাহিম। ভাঁজপত্র নকশা করেছেন ঋতুপর্ণা সাহা।
নাট্য প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামস্ শাহরিয়ার কবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কামালউদ্দিন কবির, প্রভাষক সঞ্জীব কুমার দে, রুবাইয়া জাবীন প্রিয়তা, আফরিন হুদা তোড়া, কৃপাকনা তালুকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. সুদীপ চক্রবর্তী।