Top

২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া ৫ চক্র গ্রেপ্তার

১৩ মার্চ, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ
২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া ৫ চক্র গ্রেপ্তার

বিনিয়োগে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকের প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা শাহ আলমসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শাহ আলম ২০১০ সালে নরসিংদীতে শাহ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান খুলে এ প্রতারণা শুরু করে। তিনি প্রতিষ্ঠাটির চেয়ারম্যান। সরকারি অনুমতি ও ইসলামি শরিয়া মোতাবেক পরিচালিত বলে প্রচার করে। এরপরে বিনিয়োগে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকের প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

শনিবার (১২ মার্চ) রাতে অভিযান চালিয়ে নরসিংদী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।

তিনি জানান, প্রতারণার এ অভিযোগের ভিত্তিতে মূলহোতা শাহ আলমসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বিনিয়োগে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকের প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এ বিষয়ে রোববার (১৩ রোববার) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

শেয়ার