Top

শরীরচর্চায় যুবসমাজকে আগ্রহী করে তুলছে ‘স্কেটিং ৭১’

১৩ মার্চ, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
শরীরচর্চায় যুবসমাজকে আগ্রহী করে তুলছে ‘স্কেটিং ৭১’

ব্যতিক্রমধর্মী স্পোর্টস প্রোগ্রামের আয়োজন করে শিশু-কিশোর ও যুবসমাজকে শরীরচর্চার প্রতি আগ্রহী করে তুলছে ‘স্কেটিং ৭১’ নামের একটি স্কেটিং সংগঠন। সেইসঙ্গে স্কেটিংয়ের আয়োজন করে গড়ছে নতুন নতুন রেকর্ড।

শনিবার (১২ মার্চ) সংগঠনটির সদস্যদের সঙ্গে কথা বলে এমনটিই জানা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, স্কেটিং ৭১ এর যাত্রা শুরু হয় ২০১৬ সালের ডিসেম্বরে। গত ৫ বছরের অধিক সময়ে বিভিন্ন বয়সী প্রায় ৪০০ জন প্রশিক্ষণার্থীকে স্কেটিংসহ শরীরচর্চায় আগ্রহী করে তুলছে ‘স্কেটিং ৭১’। এছাড়া প্রতি শুক্রবার ও শনিবার মানিক মিয়া এভিনিউতে সাপ্তাহিক স্কেটিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

‘স্কেটিং ৭১’ প্রতি বছরই এ কমিউনিটির স্কেটারদের নিয়ে লং-ডিসট্যান্স স্কেটিং রাইডের আয়োজন করে থাকে। ২০১৭ সাল থেকে সর্বশেষ ২০২১ সাল পর্যন্ত (বাৎসরিক) মোট ৫ বার সংগঠনটির প্রধান বাৎসরিক ইভেন্ট কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে ‘স্কেটিং ৭১’ ৩ দিনব্যাপী ৩০০ কিলোমিটার স্কেটিং রাইডের আয়োজন করেছে। এছাড়া ২০১৬ সালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুদিনে ১২০ কিলোমিটার, ২০১৯ সালে নেত্রকোনায় ৫০ কিলোমিটার, ২০২০ ও ২০২১ সালে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওড় অঞ্চলে ৫০ কিলোমিটার এবং এ বছর ২১ ফেব্রুয়ারি ২১ জন রাইডার নিয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সফলভাবে ৪২ দশমিক ২ কিলোমিটার স্কেটিং ম্যারাথন আয়োজন করে ‘স্কেটিং ৭১’।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার (১১ মার্চ) থেকে শনিবার সকাল ৯টায় ঢাকার মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী ‘২৪ ঘণ্টার দীর্ঘ দূরত্বের স্কেটিং চ্যালেঞ্জ’ শীর্ষক একটি ব্যতিক্রম স্পোর্টস রোলার স্কেটিং রাইড আয়োজন করে ‘স্কেটিং ৭১’। রাইডটির জন্য বরাদ্দ সময় ছিল ২৪ ঘণ্টা, যা ১১ মার্চ শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে ১২ মার্চ সকাল ৯টা পর্যন্ত চলে। রাইডটিতে ‘স্কেটিং ৭১’ কমিউনিটির মোট সাতজন দক্ষ স্কেটার অংশ নেয়।

সংগঠনটির সদস্য সাবিকুন ইমা বলেন, স্কেটিং রাইডে সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করেছে জিহাদ হোসেন (৩১১ দশমিক ৪ কিমি), দ্বিতীয় স্থানে সালমান আদনান সানি (২৫৫ দশমিক ৬ কিমি), তৃতীয় স্থানে মো. আসিফুর রহমান আসিফ (২৫৩ দশকি ৮ কিমি)। এছাড়া ক্রমানুসারে শামীম কাজী ২৩৯ দশমিক ৪ কিমি, শরীফ ফয়সাল ২০৭ কিমি, লিমন সরকার ১৫৪ দশমিক ৮ কিমি এবং মো. আলি হাফিজ ১৫৩ কিমি দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন। বাংলাদেশে এটিই একদিনে স্কেটিং করে সর্বাধিক দূরত্ব অতিক্রমের রেকর্ড। রাইডের ভেন্যু ছিল মানিক মিয়া এভিনিউর খামারবাড়ি প্রান্ত থেকে আসাদ গেট (আড়ং) প্রান্ত, যা একবার ঘুরে এলে ১ দশমিক ৮ কিলোমিটার পথ অতিক্রম করা হয়।

শেয়ার