শেয়াহোল্ডারদের নগদ ১০ শতাংশ করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। তাতে একটি শেয়ারের বিপরীতে এক টাকা করে লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।
জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী বছরে সূত্র অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের এক টাকা করে লভ্যাংশ দিচ্ছে আর বাকি ৬৫ পয়সা কোম্পানি অন্যান্য খাতে ব্যয় করবে।
গত ৩১ ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৪৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ এপ্রিল। ওই দিন ডিজিটাল প্ল্যাটফরমে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।
কোম্পানটির ৪ কোটি ৪৫ লাখ শেয়ার রয়েছে। বৃহস্পতিবার শেয়ার প্রতি যার মূল্য ছিল ৫৫ টাকা ৮ পয়সা।