Top

সমতা লেদারের কমেছে লোকসান 

১৩ মার্চ, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ
সমতা লেদারের কমেছে লোকসান 

শেয়ারপ্রতি লোকসান কিছুটা কমেছে চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের। কোম্পানির চলতি অর্থবছরের (জুলাই থেকে সেপ্টেম্বর) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ০৩ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি লোকসান এক পয়সা করে কমেছে। তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৪ টাকা ৩৪ পয়সা।

কোম্পানির তথ্য মতে, ২০২০ সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে কোম্পানির লোকসান হয়েছিল ৩ লাখ ২১ হাজার টাকা। যা ২০২১ সালের একই সময়ে ছিল ২ লাখ ৯ হাজার টাকা। লোকসান কমেছে ১ লাখ ১২ হাজার টাকা।

২০২১ সালে কোম্পানিটি দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তার আগে ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজারটি। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৭৫ টাকার ১০ পয়সাতে।

শেয়ার