করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যে ট্রেন চলাচল। কবে নাগাদ আবার দুই দেশের মধ্যে ট্রেন যোগাযোগ চালু হবে তা এখনও অনিশ্চিত।
আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সম্মতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শাহাদাত আলী সরদার।
তিনি জানান, আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস ট্রেনগুলো পুনরায় চালানোর জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ভারতীয় পক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, পুনরায় রেল যোগাযোগ চালুর বিষয়ে ভারতীয় হাইকমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে সম্মতি পাওয়া গেলে এপ্রিল মাস থেকে ট্রেনে ভ্রমণ করতে পারবেন দুই দেশের যাত্রীরা।