Top

ইরাকের কুর্দি অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

১৩ মার্চ, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ
ইরাকের কুর্দি অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক :

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের রাজধানী ইরবিলে ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তবে হামলায় কোনো হতহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৩ মার্চ) এই ঘটনাকে ‘ভয়াবহ হামলা’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ইরবিলে থাকা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক হতাহত হননি। এছাড়া অন্যান্য ক্ষয়ক্ষতিও হয়নি।

আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সন্ত্রাসবিরোধী বাহিনীর বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মিসাইলগুলো নির্দিষ্টভাবে কোথায় পড়ে তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

সূত্র: আল-জাজিরা

শেয়ার