Top
সর্বশেষ
নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার চিঠি গ্রহণ করেছে নয়াদিল্লি কমোডিটি ডেরিভেটিভসের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: বিএসইসি অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদ অবরুদ্ধ দুর্নীতির মামলায় আদালতে নেতানিয়াহুর হাজিরা হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ আমদানি-রপ্তানি: নিষিদ্ধ ‘শেল ব্যাংকের’ সাথে যমুনা ব্যাংকের ৩২ লাখ ডলারের লেনদেন ব্রাজিলে প্লেন বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

নাগরিকরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না: উপদেষ্টা রিজওয়ানা

১৮ অক্টোবর, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
নাগরিকরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না: উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নাগরিকরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না। জ্ঞান বাড়লে শক্তি আসে। স্বাস্থ্য অলিম্পিয়াড ও অনলাইন কুইজসহ এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে আমাদের কয়েকটি অভ্যাস পরিবর্তন করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ঠিকমতো ঘুমাতে হবে।

রিজওয়ানা হাসান বলেন, পরিবেশের অবস্থার কথা মাথায় রেখে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে। অভ্যাস বদলাতে পারলে রোগ নিয়ে চিন্তা করতে হবে না।

এ সময় পলিথিন ব্যাগে খাবার বহন ও প্লাস্টিকের কাপে গরম পানীয় নেওয়া বন্ধ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ইউএসএআইডির টিম লিড সামিনা চৌধুরী, আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জাহাঙ্গীর কবির ও আইসিডিডিআর,বি-এর সিনিয়র সায়েন্টিস্ট সায়েরা বানু উপস্থিত ছিলেন।

এম জি

শেয়ার