‘সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানে শুরু হওয়া ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর ডাবল মিলিয়নিয়ার প্রচারনা উপলক্ষে কুমিল্লায় বর্নাঢ্য র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ালটন কুমিল্লা এরিয়ার উদ্যোগে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কুমিল্লা হাউজিং এস্টেট মাঠ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরী ও আদর্শ সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, ওয়ালটনের কুমিল্লা এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ রায়হান কবির, কুমিল্লা এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মোঃ মিজানুর রহমান দিপু।
এসময় ওয়ালটন প্লাজা রাজগঞ্জ শাখার ম্যানেজার সৈকত সাহা পান্না, ওয়ালটন প্লাজা চকবাজার শাখার ম্যানেজার মোঃ আজাদ মিয়া, ওয়ালটন প্লাজা ইপিজেড শাখার ম্যানেজার মনিরুজ্জামান, ওয়ালটন প্লাজা পদুয়ার বাজার শাখার ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম, ওয়ালটন প্লাজা কোটবাড়ি শাখার ম্যানেজার এস এম মনির হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের ১০ অক্টোবর থেকে সারা দেশে শুরু হয়েছিল ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১। শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। এ ক্যাম্পেইন এর আওতায় ওয়ালটন ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও ফ্যানের ক্রেতাদের দেয়া হয়েছে ‘ডাবল মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ। দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে ক্রেতারা আবারো ডাবল মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।
বিএইচ