Top

হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

২৪ ডিসেম্বর, ২০২৪ ৯:০৩ পূর্বাহ্ণ
হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :

দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসানকে (৩১) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

মাহমুদুল হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মো. ইমরুল কায়েস ফয়সালকে (২৯) হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসানকে (৩১) গ্রেফতার করেছে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। রোববার দিনগত রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গত ১৯ জুলাই মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। মামলার বাদী মো. ইমরুল কায়েস ফয়সালও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আক্রমণকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ইমরুল কায়েস ফয়সাল গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন ইমরুল।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গত ২৬ সেপ্টেম্বর ঘটনায় বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন তিনি।

এনজে

শেয়ার