Top
সর্বশেষ

পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

২৩ ডিসেম্বর, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ
পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় রোববার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। রোববার রাতে কুমিল্লা-মিরপুর সড়কের সদর উপজেলার পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনঘর এলাকার মৃত মনির হোসেনের ছেলে মিনহাজুল এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন।

নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। যাওয়ার পথেই তারা এই দুর্ঘটনার শিকার হন। আজ সোমবার তাদের মরদেহ দাফন করা হবে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজন প্রাণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনজে

শেয়ার