Top

আ. লীগ এতিম হয়ে গেছে, তাদের মারবেন না: ব্যারিস্টার খোকন

২০ ডিসেম্বর, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ
আ. লীগ এতিম হয়ে গেছে, তাদের মারবেন না: ব্যারিস্টার খোকন
নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, তাদের মা (হাসিনা) চলে যাওয়ায় এতিম হয়ে গেছে আওয়ামী লীগ। এতিম আওয়ামী লীগের পোলাপানদের মারবেন না। তবে যারা অপরাধ করেছে; আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের যারা অস্ত্র ঠেকিয়েছে ও ভোট চুরি করেছে, তাদের বিচার হবেই ইনশাআল্লাহ।

শুক্রবার (২০ ডিসেম্বর) নোয়াখালীতে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আওয়ামী লীগও ভোট দিতে পারেনি। পুলিশ, সরকারি কর্মচারী এবং দুই চারজন পাণ্ডা ভোট নিয়ে গেছে। প্রিজাইডিং অফিসারদেরকে বাধ্য করছে, পুলিশ অফিসারদেরকে বাধ্য করছে, শিক্ষকদেরকে বাধ্য করছে ভোট জালিয়াতি করার জন্য। এসব কারণে আওয়ামী লীগ গ্রামে গ্রামে সন্ত্রাসী সৃষ্টি করছে। এ সন্ত্রাসী বাহিনী সোনাইমুড়ী ও চাটখিলে ২২ জনকে হত্যা করেছে। খিলপাড়ার চার জন গুম হয়েছে; যাদেরকে এখনও পাওয়া যায়নি। সে মৃত্যু আপনার হতে পারতো, আমার হতে পারতো! এ এলাকার আওয়ামী লীগের নেতাদের ইন্ধনেই আমার ভাইদের হত্যা করছে, আমার ভাইদের গুলি করছে; এগুলোর বিচার এখনও হয়নি।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা প্রতিবাদ করবেন কী! দলীয় একটা প্রোগ্রামও করতে পারেননি। ২০ জন এক জায়গায় বসার অবস্থা ছিল না। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চলে আসতো, হেলমেট বাহিনী চলে আসতো। সারাদেশে যারা যুদ্ধে ছিল, সংগ্রামে ছিল, আন্দোলনে ছিল; তাদের সম্মান করা উচিত। যুদ্ধে ছাত্র-জনতার কাছে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। যুদ্ধে পরাজিত হলে কেউ আত্মহত্যা করে, নয় পালিয়ে যায়। যারা ভিতু তারাই পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন ১৬ ডিসেম্বর ভারতের বিজয় হয়েছে! এটা আমার স্বাধীন বাংলাদেশের ওপর আঘাত, আমার মানচিত্রের ওপর আঘাত, ভূখণ্ডের ওপর আঘাত। আপনি বলতে পারতেন সাহায্যকারী ছিলেন। নয় মাস যুদ্ধ করেছি আমরা, লাখ লাখ মানুষ মারা গেলো আমাদের আর তারা দাবি করে বিজয় তাদের।’

বিএনপির সিনিয়র নেতা ও চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর প্রমুখ।

বিএইচ

শেয়ার