Top

কেরানীগঞ্জের তিন ডাকাত আটক, নিরাপদে ব্যাংক কর্মকর্তারা

১৯ ডিসেম্বর, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
কেরানীগঞ্জের তিন ডাকাত আটক, নিরাপদে ব্যাংক কর্মকর্তারা

ঢাকার কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় প্রবেশ করা তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের কেরানীগঞ্জ থানায় নেওয়া হচ্ছে। এ ছাড়া ব্যাংকের নিজস্ব যেসব কর্মকর্তারা ভেতরে আটকা পড়েছিলেন, তাদেরও নিরাপদে বের করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পুলিশের কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা তিন ডাকাতকে আটক করেছি। তাদের থানায় নিয়ে যাচ্ছি আমরা। আর ব্যাংকের যেসব কর্মকর্তরা ভেতরে আটকা ছিলেন, তাদেরও বাইরে বের করা হয়েছে। তারা নিরাপদে রয়েছেন। এ ছাড়া ব্যাংক থেকে কোনো টাকা লুট করে নিতে পারেনি ডাকাতরা।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ব্যাংকে ডাকাত পড়ার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকের গেটে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। ডাকতরা আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকের কর্মকর্তাদের ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। এ ঘটনায় ব্যাংকের ভেতরে ১২ জন ডাকাত সদস্য থাকার খবর পাওয়া গেছে। এছাড়া, ১০ থেকে ১২ জন গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারী জিম্মি রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ব্যাংকটিকে ঘেরাও করে রাখে।

এএ

শেয়ার