লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালী ও জমকালো আয়োজনে দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্কুল ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার র্যালীটি দালাল বাজার এলাকায় প্রদক্ষিন করে পূনরায় ক্যাম্পাস এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। গুণীজন শিক্ষকদের সন্মান স্মারক প্রদান করা হয়। এছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পতাকা গার্ল খ্যাত নাজমুন নাহার সোহাগী বলনে, বিদ্যালয়টির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। শত ব্যস্তার মাঝে শতবর্ষ পূর্তি পোগ্রামে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন নাজমুন নাহার সোহাগ।
এদিকে জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (সিআইপি) ও বিদ্যালয়টির ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থী মো. ইকবাল হোসেন চৌধুরী জুয়েল আবেগাপ্লুত হয়ে বলেন, এন.কে উচ্চ বিদ্যালয় হচ্ছে একটি ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান। বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে অনেকদিন পর বড়-ভাই, বন্ধুবান্ধব সবাই একসঙ্গে মিলিত হলাম। অত্যন্ত আনন্দঘন মুহূর্ত দিনব্যাপী সকলে আনন্দ উপভোগ করবো।
অন্যদিকে বাংলাদেশ সরকারের সাবেক দুদকের মহাপরিচালক মো. ইকবাল হোসেন বলেন, একটি প্রাচীনতম শিক্ষা-প্রতিষ্ঠান এন.কে উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিয়ে আমরা কাজ করবো বলে জানান স্কুলটির সাবেক এ শিক্ষার্থী।
বিএইচ