Top
সর্বশেষ
হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ আমদানি-রপ্তানি: নিষিদ্ধ ‘শেল ব্যাংকের’ সাথে যমুনা ব্যাংকের ৩২ লাখ ডলারের লেনদেন ব্রাজিলে প্লেন বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ ইসরায়েলি হামলায় গাজায় ফের নিহত ৫০ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে ছাড়ালো ২ বিলিয়ন ডলার বাংলাদেশের জন্য ১.১ বিলিয়ন ডলার অনুমোদন এডিবি-বিশ্বব্যাংকের বাধ্য হয়ে ৬০ হাজার রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি: পররাষ্ট্র উপদেষ্টা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

২৩ ডিসেম্বর, ২০২৪ ৮:৩৭ পূর্বাহ্ণ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি :

তীব্র কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘণ্টা পর পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এ সব তথ্য নিশ্চিত করেছেন, বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য রাত ১২টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এনজে

শেয়ার