অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২১-২২ মৌসুমে যে চালকল মালিকরা চুক্তি করেও চাল সরবরাহ করেনি তাদের তালিকা চেয়েছে খাদ্য অধিদপ্তর।
অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি সম্প্রতি দেশের সকল খাদ্য নিয়ন্ত্রককে পাঠানো হয়েছে। ওই চিঠিতে চাল সরবরাহ না করা মিলের তালিকা চেয়েছে খাদ্য অধিদপ্তর।
এতে বলা হয়, অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২১-২২ মৌসুম গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে ৭ লাখ ২০ হাজার টন সেদ্ধ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে সারাদেশের চালকল মালিকদের অনুকূলে ৭ লাখ ১৭ হাজার ২৭৩ টন চালের বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ করা চালের বিপরীতে ৭ লাখ ১২ হাজার ৪ টন চাল সরকারি খাদ্যগুদামে প্রাপ্ত হয়েছে। অবশিষ্ট ৫ হাজার ২৬৯ টন বরাদ্দ করা চাল গুদামে যায়নি।
যে চালকল মালিকরা চুক্তি করে আংশিক বা কোনো চাল সরবরাহ করেননি সেসব মিলের তালিকা (নাম, চুক্তির পরিমাণ, সরবরাহ করার পরিমাণ, অসরবরাহ করার পরিমাণ, মন্তব্য) পাঠাতে বলা হয় চিঠিতে।