কুমিল্লা জেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বুরিচং থানা এলাকা থেকে গাঁজার বড় একটি চালান ঢাকায় আসছে বলে গোপন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদ অনুযায়ী রাজধানীর বাড্ডা এলাকায় অবস্থান নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি টিম।
শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় বাড্ডা প্রগতি সরণিতে একটি পিকআপ ভ্যান সন্দেহজনক মনে হলে সেটি থামায় ডিবি গুলশানের টিম। ভ্যানটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা পায় পুলিশ। পরে ডিবি গুলশানের জোনাল টিম ৩০ কেজি গাঁজাসহ আজিম ও বাহার নামে দুই মাদককারবারীকে গ্রেপ্তার করে।
রোববার (১৩ মার্চ) ডিবি গুলশানের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব বলনে, শনিবারে আমাদের কাছে তথ্য আসে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপ ভ্যানে করে ঢাকায় নিয়ে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় শরীয়তপুর মেট্রো-ন-১১-০০১১ রেজিস্ট্রেশন নম্বরের পিকআপ ভ্যানটি আমরা থামিয়ে তল্লাশি চালায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডিবিকে জানায়, তারা কুমিল্লা জেলার বুড়িচং থানার সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপ ভ্যানে করে গাঁজা এনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।