বাংলাদেশ ব্যাংক সব তফসিলি ব্যাংককে লেটার অব ক্রেডিট (এলসি) খোলার বিষয়ে সতর্ক থাকা এবং রুশ ব্যাংকগুলোর সঙ্গে সুইফট সিস্টেমের মাধ্যমে লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে।
শনিবার আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট থেকে রাশিয়া ও বেলারুশের কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংককে তাদের সাথে লেটার অফ ক্রেডিট (এলসি) খোলার বিষয়ে সতর্ক হতে বলেছে, যাতে দ্বিতীয়বারের মতো নিষেধাজ্ঞার সম্মুখীন হতে না হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম গতরাতে বলেন, কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যেই বাণিজ্যিক ব্যাংকগুলোকে রাশিয়ান ব্যাংকগুলোর সঙ্গে সুইফটের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ করতে বলেছে।
রাশিয়ার রসাটমের এটোমস্ট্রোয় একপোর্ট (এএসই) কোম্পানির আওতাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পাশাপাশি অন্যান্য যে সকল প্রকল্প রয়েছে, এ সব প্রকল্পের সব ধরণের লেনদেন বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করেছে রাশিয়া। যতক্ষণ না এর একটি বিকল্প ব্যবস্থা না হয়।
তিনি আরও বলেন, দুই সরকার একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে যে পরিস্থিতি বিবেচনা করে কোনো অতিরিক্ত চার্জ বা জরিমানা নেওয়া হবে না।
সিঙ্গাপুর এবং হংকং নিষেধাজ্ঞার আওতাধীন না হওয়ায় এসব দেশের ব্যাংকের মাধ্যমে রাশিয়ার সঙ্গে লেনদেন করার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক।
মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, রাশিয়া থেকে ৬০০ মিলিয়ন ডলার আমদানির মধ্যে সাধারণত প্রায় তিন-চতুর্থাংশ বা ৪৫০ মিলিয়ন ডলার সিঙ্গাপুরের মাধ্যমে দেওয়া হয় এবং বাকি ১৫০ মিলিয়ন ডলার সরাসরি বা হংকংয়ের মাধ্যমে প্রদান করা হয়।
তিনি আরও বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে সরাসরি কোনো বাধা না থাকলেও বিভিন্ন সমুদ্রপথে সামুদ্রিক নৌযান পরিবহন নিয়ে উদ্বেগ বাড়ছে।
সূত্র: ইউএনবি