Top

রাজধানিতে নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখম

১৩ মার্চ, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
রাজধানিতে নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে রাস্তায় বালু-সিমেন্ট পড়া নিয়ে দুগ্রুপের সংঘর্ষে নিরাজ দাশ (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

রোববার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে মোহাম্মদপুরের বসিলার ৫ নম্বর রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ওই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

আহত ব্যক্তির সহকর্মী জনার্দন দাশ জানান, মোহাম্মদপুরের বসিলায় নির্মাণাধীন ৫তলা ভবনে শ্রমিকরা কাজ করার সময় উপর থেকে কিছু বালু-সিমেন্ট নিচে পড়ে। এ নিয়ে পাশের একটি ভবনের মালিক ওই এলাকার কয়েকজনকে ফোন দিয়ে ডেকে আনেন এবং নির্মাণ শ্রমিকদের ওপর হামলা চালান। দুপক্ষের সংঘর্ষে নিরাজ দাশ চাপাতির আঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ ঘটনায় আরও অন্তত ৪-৫ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, আহত নিরাজের গ্রামের বাড়ি হবিগঞ্জে। বর্তমানে তিনি ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুরের বসিলায় সংঘর্ষে আহত এক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কে অবগত করা হয়েছে।

শেয়ার