Top

রমজানে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা

১৪ মার্চ, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ণ
রমজানে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা

আসন্ন রমজানে দেশে যাতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ডিজেলের সরবরাহ হয়তো কমে যেতে পারে, গ্যাসের সরবরাহও কমে যেতে পারে। সেসব ঠিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, যাতে বিদ্যুতের ঘাটতি না হয়। কোনোভাবে আমাদের জনগণ যেন অসুবিধায় না পড়ে, সেই চেষ্টা করছি।

মন্ত্রী বলেন, রমজানে অতিরিক্ত চাহিদা বিবেচনা করে নিত্যপণ্যের তড়িৎ আমদানির ব্যবস্থা নিতে ব্যবস্থা নিচ্ছি। মার্কেট স্থিতিশীল রাখতে আমরা সবাইকে উৎসাহ দেব।

শেয়ার