সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবার (১৪ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সকালে ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে গত ২৪ ঘন্টার ব্যবধানে রাজধানীর এবং সারাদেশের তাপমাত্রা বেড়েছে।’
তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ২০ মার্চের পর দেশে ঝড়ো-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, যশোর, চুয়াডাঙ্গা, সিলেট ও ঢাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সাথে বাতাস থাকবে। এখনকার বৃষ্টি মানেই সাথে ঝড় থাকবে।’