Top

২০০ কোটি টাকা লেনদেন ডিএসইতে আধা ঘণ্টায়

১৪ মার্চ, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ
২০০ কোটি টাকা লেনদেন ডিএসইতে আধা ঘণ্টায়

সূচকের ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ মার্চ) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৩ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট।

পুঁজিবাজারে আজ সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। দিনের প্রথম আধা ঘণ্টায় লেনদেন হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৫০টি প্রতিষ্ঠানের মোট ৬ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৭৩৬টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসইএসর সূচক কমেছে ১ দশমিক ১৯ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ৪ দশমিক ১১ পয়েন্ট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৯ কোটি ৬৫৭ লাখ ৬২ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ২০ লাখ ১১ হাজার ৮৭৬ টাকার শেয়ারের। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

শেয়ার