বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, যার পাঁচ লিটার তেল দরকার, সে ১০ লিটার কিনলে ঠেকাতে পারব না। রমজানের জন্য সবাই একসঙ্গে কিনতে শুরু করলে তো বাজারে ঘাটতি দেখা দেবেই। যতটুকু কেনা দরকার ততটুকুই কেনা উচিত। সবার রান্নাঘরে তো আমরা ঢুকতে পারব না।
সোমবার (১৪ মার্চ) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী প্রয়োজনের বেশি তেল না কিনতে সবার প্রতি অনুরোধ করেন।
তিনি বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুত আছে। তা দিয়ে রমজান মাস পার হয়ে যাবে। এখন দামটা কেমন হবে সেটি কথা হতে পরে। অনেকে পণ্য মজুদ করে রাখছে, যা বড় সমস্যা। টিসিবি এক কোটি পরিবারকে পণ্য দেওয়ার জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, রমজান পর্যন্ত আগের দামটা রাখার জন্য। কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করবেই। বাইরের দেশের কোম্পানিগুলো রমজান বা ঈদে বিভিন্ন অফার দেয়, আমাদের দেশে সেটি নেই।
তেলের দাম প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। দাম কমবে কিনা ব্রাজিল বলতে পারবে।
তিনি বলেন, এবারের বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের প্রতিপাদ্য- -‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’। প্রান্তিক পর্যায়ের ভোক্তারা যাতে সহজে অভিযোগ করতে পারে সেজন্য চালু করা হয়েছে ‘ভোক্তা বাতায়ন’ শীর্ষক হটলাইন সার্ভিস, যার নাম্বার ১৬১২১। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ভোক্তারাও অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।