Top
সর্বশেষ

মুজিব শতবর্ষ উপলক্ষে ইডেন কলেজে সেমিনার আয়োজন

১৬ মার্চ, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ
মুজিব শতবর্ষ উপলক্ষে ইডেন কলেজে সেমিনার আয়োজন

ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মুজিব শতবার্ষিকী উপলক্ষে সেমিনার আয়োজন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে “বঙ্গবন্ধু ও নারী ভাবনা: অসাম্প্রদায়িক দর্শন” বিষয়ের উপর সেমিনার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৫ মার্চ) ইডেন মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্রাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম এবং কলেজ শিক্ষক পরিষদের সুযোগ্য সম্পাদক অধ্যাপক সুফিয়া আখতার।

প্রবন্ধ উপস্থাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক, প্রখ্যাত সমাজবিজ্ঞানী, বিশিষ্ট গবেষক, প্রাবন্ধকি, লেখক ও বুিদ্ধজীবী অধ্যাপক ড. সাদেকা হালিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু ইব্রাহীম মো. নূরুল হুদা।

এ সময় সেমিনারে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সফল অনুষ্ঠান আয়োজন করায় কলেজের অধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগকে ধন্যবাদ জানান। তিনি প্রবন্ধ উপস্থাপকের প্রতি ইডেন মহিলা কলেজের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রবন্ধতে বঙ্গবন্ধুর চিন্তা ও দশর্নে নারীর প্রতি শ্রদ্ধাবোধ, সভ্যতার বিনিমাণে নারীর অসামান্য অবদান এবং অসাম্প্রদায়িক চেতনার বিষয়টি উঠে আসে।

শেয়ার