Top
সর্বশেষ

ছুরিকাঘাতে ২ ছাত্র আহত

১৭ মার্চ, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
ছুরিকাঘাতে ২ ছাত্র আহত
সিলেট প্রতিনিধি :

বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কলেজ ক্যম্পাসের ভিতরে এ ঘটনা ঘটে। উভয়পক্ষই ছাত্রলীগের বিবদমান গ্রুপের কর্মী।
প্রাথমিকভাবে এমন ঘটনার কারণ জানা যায়নি।

জানা যায়, ঘটনার সময় উভয়পক্ষই কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিল। এ সময় উভয়পক্ষে কথাকাটাকাটির জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতরা উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের সড়কভাংনী এলাকার বাসিন্দা। হামলাকারীও একই কলেজের ছাত্র।

পুলিশ জানায়, তুচ্ছ ঘটনায় ছাত্রলীগের একপক্ষের কর্মী হানিফ (২০) উত্তেজিত হয়ে প্রতিপক্ষের আবু নাসের তালহা (১৮) এবং রেজাউল ইসলাম (১৮) এর উপর হামলা চালায়। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারিকে চিহ্নিত করা হয়েছে বলে জানান বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দেয়া হয়নি। তবে হামলাকারিদের আইনের আওতায় আনতে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।

শেয়ার