Top
সর্বশেষ

নিজেকে জেলা আ’লীগের সভাপতি প্রার্থী ঘোষণা করলেন এমপি একরাম

১৭ মার্চ, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
নিজেকে জেলা আ’লীগের সভাপতি প্রার্থী ঘোষণা করলেন এমপি একরাম
নোয়াখালী প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের লাগাম টেনে ধরার কথা বলেছেন আলোচিত সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। একই সঙ্গে আগামী ২৩ জুলাই জেলা আওয়ামী লীগের সম্মেলনে নিজেকে সভাপতি প্রার্থীও ঘোষণা করলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এ সংসদ সদস্য।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি শেষ করে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয় সামনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এসব মন্তব্য করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (১০ মার্চ) বাংলাদেশ সময় সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে সাংসদ একরাম সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতাল থেকে ফেসবুক লাইভে ‘ওবায়দুল কাদের নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত লোক এবং তিনি আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন’ মর্মে মন্তব্য করেছিলেন। এর আগেও ওবায়দুল কাদেরকে রাজাকারের বংশধর আখ্যা দিয়ে ফেসবুক লাইভে এসে আলোচিত হন সাংসদ একরাম। তিনি টানা ১৭ বছর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনেও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন সাংসদ একরামুল করিম চৌধুরী। কিন্তু ওই কমিটি অনুমোদনের আগেই গত বছরের ৩০ সেপ্টেম্বর সম্মেলনে ঘোষিত কমিটি ভেঙে দিয়ে ৮৭ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র থেকে। যাতে আহবায়ক করা হয় ভেঙে দেওয়া কমিটির সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে। আর দুই যুগ্ম আহবায়ক করা হয় শিহাব উদ্দিন শাহিন ও নোয়াখালী পৌরসভার মেয়র মো. সহিদ উল্যাহ খান সোহেলকে।

আজ বৃহস্পতিবার সকালে ৫ মিনিটের বেশি সময় ধরে দেয়া ওই বক্তব্যে তিনি বলেন, ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা অজানা কারো ইশারায় জেলা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছেন। কিন্তু জেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ তা হতে দেয়নি। জেলা আওয়ামী লীগ একই রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা চাইলে আগামি ২৩ জুলাই জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি প্রার্থী হবেন।

এ সময় সাংসদ জেলা আওয়ামী লীগের বর্তমান আহবায়ক কমিটির কিছু নেতাকে উদ্দেশ্য করে বলেন, সম্প্রতি ইউপি নির্বাচনে যারা টাকার বিনিময়ে প্রার্থী দিয়েছেন তাদের ক্ষমা করা হবে না। যারা তাকে (সাংসদ একরাম) নিয়ে কটুক্তি করেছেন তাদের উদ্দেশ্যে বলেন, বিরোধীতাকারীরা তার বিরোধীতা করা আর আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরোধিতা করা এক। কারণ শেখ হাসিনা ও তিনি উভয়ই জাতীয় সংসদের সদস্য।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, এখনও লাগাম ধরেন জেলা আওয়ামী লীগের, জেলা আওয়ামী লীগকে বাঁচান। কারণ সবার আগুল কিন্তু আপনার (ওবায়দুল কাদের) দিকে। আমি আপনাকে বলি, কাদের ভাই বাবার পরে আপনাকে স্থান দিয়েছি, এখন ধরে রাখার চেষ্টা করেন।

সাংসদ একরাম বলেন, তিনি এখন আর গত এক বছর আগের একরাম নেই, তিনি ঘুরে দাড়িয়েছেন। বার বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মন্তব্য করে বলেন, এবার মরতে হলে নেতাকর্মীদের জন্য মরবেন। তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আ.লীগের জন্য কাজ করারও আহ্বান জানান।

শেয়ার