Top
সর্বশেষ

রাঙামাটিতে ছাত্রলীগ নেতা খুন

১৭ মার্চ, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
রাঙামাটিতে ছাত্রলীগ নেতা খুন
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটি শহরে দুর্বত্তদের ছুরিকাঘাতে জয় ত্রিপুরা (২৭) নামের এক ছাত্রলীগ নেতা খুন হয়েছে। বৃহস্পতিবার (১৭মার্চ) সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন- রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়- বুধবার গভীর রাতে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসুস্থ জমির উদ্দীনকে দেখতে রাঙামাটি সদর হাসপাতালে ছুটে যান রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক জয় ত্রিপুরা। এরপর অসুস্থ নেতাকে দেখে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি দেবাশিষ নগরে ফিরার পথে হাসপাতালের মূলগেইট রাঙামাটি ডাকঘর এলাকায় তাকে জখম অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন- ছাত্রলীগ নেতা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন- মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে প্রকৃত ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। খুন হওয়া ছাত্রলীগ নেতার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

 

শেয়ার