Top
সর্বশেষ

রংপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৬ জন

১৮ মার্চ, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ
রংপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  নিহত ২ আহত  ৬ জন
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহত ৬ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় নিহতের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম আশিকুর রহমান জুবায়ের জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রংপুরগামী মায়ের দোয়া পরিবহন বাসটির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে দুজন মারা যায়। এখনো তাদের নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

শেয়ার