Top
সর্বশেষ

কোরআন-সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের ঐক্য স্থাপন করতে হবে

২০ মার্চ, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ
কোরআন-সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের ঐক্য স্থাপন করতে হবে

কোরআন সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের ঐক্য স্থাপনে আলেম সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের উপদেষ্টা মো. সাঈদ খোকন। তিনি বলেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের ঐক্য স্থাপনের উদ্যোগ নিতে হবে একমাত্র আলেম সমাজকেই। আর তা শুরু হোক নিজের ঘর থেকেই।

শনিবার (১৯ মার্চ) পুরান ঢাকার বংশাল বড় জামে মসজিদে ‘দেশ, জাতি ও সামাজিক সমৃদ্ধির লক্ষ্যে আলেম সমাজের ঐক্যের অপরিহার্যতা শীর্ষক ওলামা সমাবেশের-২০২২’ সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সাঈদ খোকন বলেন, একজন সাধারণ জনগণ হিসেবে মনে করি মুসলিম ঐক্যের প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিলো। বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে বাংলাদেশ। এরইমধ্যে বেশকিছু শাসক দেশ শাসন করেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরেছেন। বাংলাদেশের অর্থনীতিকে একটা সম্মানজনক স্থানে নিয়ে গেছেন তিনি। পৃথিবীর অনেক দেশের তুলনায় অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান উন্নত।

তিনি বলেন, সরকারের একার পক্ষে পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনগনের সহযোগিতা। বিশেষ করে আলেম সমাজের। আলেম সমাজ জনগনের মধ্যে উন্নয়নমূলক বিষয়ে প্রচার করলেই জনগণ বুঝবে সরকারের উন্নয়নের কথা। বিচারকদের মধ্যেও আলেম সমাজকে কাজ করতে হবে। কেননা সব বিচারক নীতিবান নয়।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের এ উপদেষ্টা বলেন, ১০ লাখ আলেমের সমাবেশ ঘটিয়ে কাবা শরীফের ইমামকে আনার উদ্যোগ নেবো ইনশাআল্লাহ। সমতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব একমাত্র ইসলামী অর্থনীতির মাধ্যেমেই। সবার সহযোগিতায় দারিদ্র ও আলেম সমাজের কল্যাণের জন্য একটি ফাণ্ড গঠন করা হবে।

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুকের সভাপতিত্বে সমাবেশে আহ্বায়কের দায়িত্ব পালন করেন মো. মুফাজ্জল হুসাইন মাদানী। সমাবেশের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মো. আওলাদ হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনাইটেড গ্রুপের এমডি মো. নবীউল্লাহ এবং বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের তথ্য প্রযুক্তি ও পরিসংখ্যান বিষয়ক সেক্রেটারি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর।

এছাড়া সমাবেশে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক আইজিপি মো. রুহুল আমীন, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, আহমদুল্লাহ ত্রিশালী, সাবেক উপাধ্যক্ষ উবায়দুল্লাহ, সেক্রেটারি জেনারেল ড. মো. শহীদুল্লাহ খান মাদানী প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার