Top
সর্বশেষ

৩০ মিনিটে সূচক নেই ৩৮ পয়েন্ট, আতঙ্কে বিনিয়োগকারীরা

২১ মার্চ, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ
৩০ মিনিটে সূচক নেই ৩৮ পয়েন্ট, আতঙ্কে বিনিয়োগকারীরা

প্রথমদিনের মতোই সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবারও (২১ মার্চ) সূচকের পতনের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারের লেনদেন চলছে।আরও দরপতন হতে পারে এ ভয় ও আতঙ্কে শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা।

আজ লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৩৮ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৮০ পয়েন্ট।

পুঁজিবাজারে আজ সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। লেনদেনে দেখা গেছে ধীরগতি।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে ৩৪৯টি প্রতিষ্ঠানের মোট ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৮৮৭টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৪২ পয়েন্ট কমে ৬ হাজার ৬৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএসর সূচক কমেছে ৫ দশমিক ৬৩ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ১৩ দশমিক ১০ পয়েন্ট।

আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১১৭ কোটি ৬৪ লাখ ৯৭ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট কমে ১৯ হাজার ৫৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৬৩১ টাকার শেয়ারের।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ৮৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

শেয়ার