Top

পঞ্চগড়ে কাটা মাড়াই মেশিন উল্টে  নিহত ১

২২ মার্চ, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ
পঞ্চগড়ে কাটা মাড়াই মেশিন উল্টে  নিহত ১
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাটা মাড়াই মেশিন উল্টে গিয়ে আদর হোসেন (১৯) নামে এক হেলপারের (সহকারী) মৃত্যু হয়েছে। চালকসহ আরও তিনজন আহত হয়েছে।

সোমবার  ( ২১ মার্চ)  সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহতের বাড়ি তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ গ্রামে। সে ওই গ্রামের আজিজুল হকের ছেলে।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন জানান, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায় গম কাটা মাড়াই শেষে তারা ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে আকষ্মিক মেশিনের স্টাটিং লক হয়ে ভেঙ্গে গেলে মেশিনটি উল্টে যায়। এসময় কাটা মাড়াই মেশিনের হেলপার আদর ঘটনাস্থলেই মারা যায়।

এসময় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ গ্রামের রেজাউল আলীর ছেলে আব্দুল মালেক (৪০), আবু হোসেনের ছেলে হাসান (২০) ও নুরজামালের ছেলে পায়ের হোসেন (১৭) গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের সকলকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক উর রহমান আদরকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে তেঁতুলিয়া উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া গম কাটামাড়াই মেশিন উল্টে গিয়ে একজন নিহত ও তিন জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার