Top

সওজের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন আবদুস সবুর

০৫ জানুয়ারি, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ
সওজের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন আবদুস সবুর

বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের সদস্য অতিরিক্ত প্রকৌশলী মো. আবদুস সবুরকে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) প্রকৌশলী আবদুস সবুরকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব প্রদান করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি কালই যোগদান করেছেন।

আবদুস সবুর ১৯৮৬ সালে সড়ক ও জনপথ অধিদফতরের সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এরপর তিনি সওজের মাঠ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ঢাকা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সর্বশেষ ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

বাণিজ্যপ্রতিদিন/এমএইচ

শেয়ার