Top
সর্বশেষ

লেবাননে ফের ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত

২৬ নভেম্বর, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ
লেবাননে ফের ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। লেবাননিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহ সম্পর্কিত প্রায় ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার এলাকাগুলোর মধ্যে নাবাতিয়া, বালবেক, বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুত ও তার আশপাশের এলাকা অন্তর্ভুক্ত ছিল।

লেবাননের রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে চতুর্থ দফায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে হারেত হরিক এবং শিয়াহ জেলার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

হামলার পর অঞ্চলজুড়ে ধোঁয়াশা ছড়িয়ে পড়তে দেখা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি শত্রুদের হামলায়’ দক্ষিণ, পূর্ব এবং বৈরুতের নিকটবর্তী বিভিন্ন শহর ও অঞ্চলে মানুষ হতাহত হয়েছেন।

বর্তমান পরিস্থিতির অবনতির কারণে লেবাননের শিক্ষা মন্ত্রণালয় বৈরুত এবং তার আশপাশের এলাকার সব স্কুল, প্রযুক্তিগত প্রতিষ্ঠান এবং বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল) ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৭৯৯ জন নিহত হয়েছেন। অন্যদিকে, হিজবুল্লার হামলায় ইসরায়েলে অন্তত ৮২ জন সেনা ও ৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।

সূত্র: এএফপি

এনজে

শেয়ার