Top

যুক্তরাষ্ট্রে করোনায় এক দিনে প্রায় ৪০০০ জনের মৃত্যু

০৬ জানুয়ারি, ২০২১ ৯:৩৪ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে করোনায় এক দিনে প্রায়  ৪০০০ জনের মৃত্যু

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯৩৬ জনের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

মঙ্গলবার রাত পর্যন্ত দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয় দুই লাখ ৫০ হাজার ১৭৩ জনের শরীরে। এর মধ্য দিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা দুই কোটি ১০ লাখ ছাড়িয়েছে।

মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৫৭ হাজার ৬৭ জনের।

কোভিড ট্র্যাকিং প্রজেক্টের হিসাব অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও এখন সর্বোচ্চ। হাসপাতালের শয্যাগুলোতে আছে এক লাখ ৩১ হাজারের বেশি রোগী। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ।

লস অ্যাঞ্জেলেসে বাঁচার সুযোগ একেবারে কম থাকা রোগীদের হাসপাতালে না আনতে অ্যাম্বুলেন্স কর্মীদের বলে দেয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালে আনুষঙ্গিক উপকরণ সংকটের আশঙ্কায় অক্সিজেনের ব্যবহার কমানোর কথাও বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে নিয়মিতই দৈনিক মৃত্যুর রেকর্ড হচ্ছে। এক সপ্তাহেরও কম সময় আগে দেশটিতে এক দিনে মৃত্যু হয়েছিল তিন হাজার ৯২০ জনের।

সাম্প্রতিক মাসগুলোতে করোনা আক্রান্তের হার ব্যাপকভাবে বেড়েছে। গত বছরের নভেম্বরের শেষ দিক থেকে দেশটিতে দৈনিক মৃত্যু প্রায়ই দুই হাজার ছাড়িয়ে যাচ্ছে। কখনো কখনো সেটা তিন হাজার ছাড়াচ্ছে।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার