Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

২৩ মার্চ, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
হাসান সিকদার, টাঙ্গাইল :

শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরিকরণের লক্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনসহ ১১ দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মীর আশরাফ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি শামীম আল-মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান প্রমুখ।

এ সময় ১২টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেষে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সমবেত হয়। শেষে মাধ্যমিক শিক্ষা  জাতীয়করণসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

 

শেয়ার